নিজস্ব সংবাদদাতা: কেরলের তিরুবনন্তপুরমে কংগ্রেস কর্মীদের একটি প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করেন সাংসদ শশী থারুর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি এই ঘটনায় অবাক হয়ে গেছি। আমি এই বিষয়ে ডিজিপির সঙ্গে কথা বলেছি। একটি শান্তিপূর্ণ সমাবেশ চলছিল, কেরলে বিরোধী দলের নেতা (ভিডি সতীসান) বক্তব্য রাখছিলেন। কেপিসিসি সভাপতি (কে সুধাকরণ) তার আগে বক্তব্য রাখেন। সেখানে শান্তভাবেই কংগ্রেসের কর্মীরা বক্তব্য শুনছিলেন। হঠাৎ কোনও সতর্কতা ছাড়াই, মঞ্চের ঠিক পিছনে সর্বোচ্চ গ্রেডের একটি কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়। নিরস্ত্র জনতার উপর জলকামান ছোঁড়া হয়। এটা কী ধরনের উসকানি ছিল! এটা পুলিশ বাহিনীর অত্যাচার।"