বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বরখাস্ত হওয়া সাংসদরা! কী বললেন কংগ্রেস নেতা

কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, 'আমরা ২২ ডিসেম্বর পর্যন্ত সাংসদদের সাসপেনশন ফিরিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। কিন্তু সাসসেপনশন ফিরিয়ে না নিলে ইন্ডিয়া জোটের সাংসসদের সঙ্গে আমরা বিক্ষোভ করব।'

author-image
Tamalika Chakraborty
New Update
congress mp pramad tiwari.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া ব্লকের বৈঠকের পরে, দলের সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, "গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আমরা ২২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব যাতে সরকার সাংসদদের সাসপেনশন ফিরিয়ে নেয়। কিন্তু ২২ ডিসেম্বরের মধ্যেও  যদি সাসপেনশন না তোলা হয়, সেক্ষেত্রে আমরা বরখাস্ত করা সাংসদরা ভারতের জোটের সাংসদদের সাথে বিক্ষোভ করব।"