দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা! কংগ্রেসের বিদ্রোহী বিধায়কের শাস্তি!

হিমাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা বলেন, "কংগ্রেস দলের পর্যবেক্ষকরা যাঁরা সিমলায় এসেছেন, তাঁরা দলীয় বিধায়কদের সাথে কথা বলছেন।"

author-image
Tamalika Chakraborty
New Update
rajiv shukla edit.jpg

নিজস্ব সংবাদদাতা: হিমাচলপ্রদেশে রাজ্যসভার সাংসদ নির্বাচনে কংগ্রেস বিধায়ক বিক্রমাদিত্য সিং বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। যার জেরে রাজ্য জুড়ে রাজনৈতিক সঙ্কট দেখতে পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা বলেন, "কংগ্রেস দলের পর্যবেক্ষকরা যাঁরা সিমলায় এসেছেন, তাঁরা দলীয় বিধায়কদের সাথে কথা বলছেন। এই বিষয়ে তাঁদের মতামত নিচ্ছেন। তাঁরা বিক্রমাদিত্য সিং এর সঙ্গে দেখা করে কথা বলার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং দলের হাইকমান্ড বলেছেন যে তাঁরা বিক্রমাদিত্যকে পদত্যাগের সিদ্ধান্তের  চাপ না দেওয়ার বিষয়েও সম্মত হয়েছেন।"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg