নির্বাচন, হারতে চলেছেন স্মৃতি ইরানি? ফাঁস করলেন এই সাংসদ

শুরু হয়ে গিয়ে ২০২৪ লোকসভা নির্বাচন। উত্তরপ্রদেশের রায়বারেলি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রার্থীপদ প্রসঙ্গে মন্তব্য করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

author-image
Probha Rani Das
New Update
sanjay raouat.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রায়বরেলি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে শিবসেনা (UBT) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “রাহুল গান্ধী ভয় পাওয়ার লোক নন। তিনি ওয়ানাড থেকে লড়াই করেন এবং জয়লাভ করেনতবে আমাদের সকলের ইচ্ছা ছিল যে গান্ধী পরিবারের কেউ উত্তরপ্রদেশ থেকে লড়াই করুক তা সে আমেঠি হোক বা রায়বরেলি।

sanjay raoatt.jpg

তিনি আরও বলেছেন, “সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে রায়বরেলি থেকে লড়াই করতে বলেছেন এবং আমরা এটিকে স্বাগত জানাই। ইন্দিরা গান্ধীর আমল থেকেই নেহরুভিয়া পরিবার রায়বরেলি থেকে লড়াই চালিয়ে আসছিল। যে কেউ জিততে পারেন আমেঠি, কেএল শর্মা গান্ধী পরিবারের সদস্য। এ বার স্মৃতি ইরানি লোকসভায় যাচ্ছেন না, কিন্তু কেএল শর্মা যাচ্ছেন।” 

Add 1