নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ মহারাষ্ট্রের নাসিকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ভাষণ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
/anm-bengali/media/media_files/Gwp5WQ52MJeHNdD8l22q.jpg)
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "কৃষক, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অগ্নিবীরদের ইস্যুগুলো আজ দেশে সর্বাধিক প্রকট, তবে টিভি চ্যানেলগুলোতে আপনি কখনই এই বিষয়গুলোতে আলোচনা দেখতে পাবেন না। বরং টিভি চ্যানেলে ২৪ ঘণ্টা মোদীজিকে দেখানো হয়, কখনও তিনি সমুদ্রের তলায় পুজো করতে যান, কখনও টিভি ক্যামেরা তাঁর সঙ্গে যায়, তারপর তিনি সি-প্লেনে বিমান ধরেন।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)