সাংসদরা কোনও আইন লঙ্ঘন করেননি যে সাসপেন্ড করা হবে, বিস্ফোরক আজহারউদ্দিন

কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহার উদ্দিন বলেন, সাংসদরা এমন কোনও আইন লঙ্ঘন করেনি, যে গণহারে তাঁদের সাসপেন্ড করা হবে। ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করা কোনও গণতন্ত্রের উদাহরণ হতে পারে না।

author-image
Tamalika Chakraborty
New Update
azharuddin.jpg

নিজস্ব সংবাদদাতা: সাংসদদের সাসপেন্ড প্রসঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিবাদ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মহম্মদ আজহার উদ্দিন বলেন, 'সাংসদদের গণহারে সাসপেন্ড করা হয়েছে। এটা গণতন্ত্র নয়। পাঁচ বা ছয় জন নয়, প্রায় ১৫০ জন সদস্যকে সাসপেন্ড করা গণতন্ত্র নয়। এই বার্তা জনগণের কাছে পৌঁছানো উচিত। কীভাবে? সব সাংসদ বাইরে থাকলে কি সংসদ চলবে? এমন কোনও নিয়ম লঙ্ঘন হয়নি যে বরখাস্ত করা হবে। একজন সাংসদের তাঁর বক্তব্য তুলে ধরার বিশেষাধিকার রয়েছে।'