সরকার কৃষকদের জন্য কিছু করছে না কেন? প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ

কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, বিরোধীদের রিজিজুর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই।

author-image
Probha Rani Das
New Update
DERDTFYGJUHKJL

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, “বিরোধীদের রিজিজুর কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। সরকার যদি কৃষক ও আদিবাসীদের নিয়ে এতই চিন্তিত হয়, তাহলে ২০২০ সাল থেকে কৃষকরা রাস্তায় বসে আছেন কেন

manish tewariq1.jpg

সরকার কৃষকদের জন্য কিছু করছে না কেন? সারা দেশে এত আদিবাসী আন্দোলন হচ্ছে কেন? এটা সরকারের দায়িত্ব। তাদের এটি মোকাবেলা করা দরকার এবং তাদের জরুরি ভিত্তিতে এটি মোকাবেলা করা দরকার। তাই বিরোধীদের পরামর্শ দেওয়ার পরিবর্তে রিজিজুর উচিত নিজের মন্ত্রিসভার সহকর্মীদের সেই পরামর্শ দেওয়া।” 

Adddd