নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে (Manipur) হিংসা প্রসঙ্গে ফের একবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করল কংগ্রেস নেতৃত্ব। মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তির মণিপুরের মতো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা মোটেই ভালো চোখে নিল না কংগ্রেস শিবির। আজ শুক্রবার কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি (Manish Tiwari) বলেন, "মণিপুরে যা ঘটছে তা মর্মান্তিক। প্রধানমন্ত্রীর অনেক আগেই সেখানে গিয়ে কথা বলা উচিত ছিল। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিকভাবে রাজ্য সফর করা উচিত ছিল। আমরা সংসদে এই বিষয়টি উত্থাপন করব। মার্কিন রাষ্ট্রদূতের ক্ষেত্রে দেশটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে কোনও বিবৃতির প্রশংসা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা ক্রমাগত বেড়েই চলছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছে। আমরা কখনই যুক্তরাষ্ট্রকে আমাদের কাছ থেকে শিখতে বলিনি যে কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যায়। বর্ণবাদ নিয়ে দাঙ্গার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। আমরা কখনই তাদের বলিনি যে আমরা তাদের এই বিষয়ে বক্তৃতা দেব। সম্ভবত নতুন রাষ্ট্রদূতের জন্য ভারত-মার্কিন সম্পর্কের ইতিহাস বিবেচনা করা গুরুত্বপূর্ণ।“