নিজস্ব সংবাদদাতাঃ আবার একবার জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে প্রশ্ন তুলল কংগ্রেস। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ, চাকরির শর্তাবলী এবং মেয়াদ বিল ২০২৩ রাজ্যসভায় পাস হওয়া প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইন্ডিয়া জোটের পাশাপাশি কংগ্রেস দলও এর বিরোধিতা করে আসছে। আমরা লোকসভাতেও এর বিরোধিতা করব। নির্বাচন কমিশনের স্বাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে। এটা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই বিরক্তিকর। ভারতের নির্বাচন কমিশন আক্রমণের মুখে পড়েছে।“