RSS, ভারত একটি অ-ধর্মীয় রাষ্ট্র, জাতিশুমারি! এবার কটাক্ষ কংগ্রেস সাংসদের

কংগ্রেস সাংসদ করলেন আরএসএসকে নিশানা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Congressflag.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর জাতিশুমারি নিয়ে মুখ খুললেন। 

Manickam Tagore: Congress MP Manickam Tagore urges party to declare its PM  face, pitches for Rahul Gandhi - The Economic Times

মানিকম ঠাকুর বলেছেন, "আরএসএস সমাজের নিম্ন স্তরের উচ্চ বর্ণের মানুষদের জন্য, সমাজের নিম্ন স্তরের, ওবিসি শ্রেণী এবং তফসিলি জাতিদের জন্য, বর্ণের শ্রেণিবিন্যাসকে শৃঙ্খলাবদ্ধ রাখতে চায়...অনুরাগ ঠাকুরও সংসদে এই বক্তব্য রাখেন। তাই জাতিগত ব্যবস্থা বজায় রাখতে চায় তারা।"

anurag thakurrr.jpg

এছাড়া তিনি বলেন, "আমরা চাই একটি ন্যায়সঙ্গত প্রক্রিয়ার মাধ্যমে জাতিভেদ প্রথা দূর করা হোক, তাই আমরা জাতিশুমারি করার জন্য বলছি। তবেই প্রকৃত বৈষম্য দূর করা যাবে... আরএসএস সংরক্ষণ, সংবিধান এবং জাতি নির্মূলের বিরুদ্ধে। আরএসএস চায় বর্ণপ্রথা উদযাপন করা হোক এবং সংবিধান পরিবর্তন করা হোক। আরএসএস চায় ভারত একটি অ-ধর্মীয় রাষ্ট্র হোক... এগুলি আরএসএসের জিনিস যা মহাত্মা গান্ধী এবং বাবাসাহেব আম্বেদকরের নীতির বিরুদ্ধে।"
 

Mahatma Gandhi