নয়াদিল্লিঃ পার্লামেন্টে হামলার বর্ষপূর্তিতে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সামনে এসেছে। বুধবার লোকসভার অধিবেশন চলার সময় দর্শনার্থী গ্যালারি থেকে লাফিয়ে পড়েন দু'জন। বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় দুজনকে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় রকমের তথ্য দিলেন অন্যতম প্রত্যক্ষদর্শী তথা কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম (Karti Chidambaram)। তিনি বলেন, "হঠাৎ ২০ বছর বয়সী দুই যুবক ভিজিটর গ্যালারি থেকে লাফিয়ে পড়ে এবং তাদের হাতে ক্যানিস্টার ছিল। এই ক্যানিস্টারগুলি হলুদ ধোঁয়া নির্গত করছিল। তাদের মধ্যে একজন স্পিকারের চেয়ারের দিকে দৌড়ানোর চেষ্টা করছিলেন। তারা কিছু স্লোগান দিচ্ছিল। ধোঁয়া বিষাক্ত হতে পারে। বিশেষ করে ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলার দিন এটি নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।“ যদিও শেষ অব্ধি দুজনকে ধরে ফেলে পুলিশ।