ফিল্ডার ছাড়া ব্যাটিং করতে চাইছে সরকার! গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ

কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেন, এই সরকার সংসদে আদতে কোনও বিরোধী দল চায় না। সরকার একের পর এক বিল পাস করাচ্ছে। যার প্রভাব সুদূর প্রসারী। কিন্তু তার আগে সরকার এই বিল নিয়ে কোনও ভিন্নমত বা কোনও আলোচনা চায় না।

author-image
Tamalika Chakraborty
New Update
karti chidambaram (1).jpg

নিজস্ব সংবাদদাতা: প্রায় বিরোধী শূন্য সংসদে ইতিমধ্যে বিতর্কিত বেশ কয়েকটি বিল পাস হয়ে গিয়েছে। যার প্রভাব সুদূর প্রসারী। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম বলেন, "এই সরকার হাউসে বিরোধী দল চায় না। এটা কোনও ফিল্ডার ছাড়াই ক্রিকেট ম্যাচে ব্যাট করার মতো। তারা খুব সুদূরপ্রসারী আইন আনছে যা এই দেশের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলবে।  কিন্তু  সেই আইন নিয়ে কোনও আলোচনা, বিতর্ক বা ভিন্নমত চায় না সরকার।"