নিজস্ব সংবাদদাতা: সংসদে নিরাপত্তা লঙ্ঘন ঘটনায় শীতকালীন অধিবেশন এখন উত্তপ্ত। এমন অবস্থায় মোদি বা অমিত শাহ কেউই সংসদে কোনও বক্তব্য পেশ করেননি। বিরোধীরা তাঁদের বক্তব্যই শুনতে চান, তা জানিয়ে দফায় দফায় চলছে বিরোধীদের প্রতিবাদ। এমন অবস্থায় মোদি-শাহের ওপর রেগেই গেলেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি।
এদিন তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কোনও চ্যানেলে কথা বলছেন তো প্রধানমন্ত্রী কোনও সংবাদপত্রে কথা বলছেন। অথচ ঘটনা সংসদের ভিতরে ঘটেছে। কিন্তু তারা সেখানে কথা বলছেন না কেউই। আমাদের দাবি, তারা সংসদে কথা বলুক”।