'রাহুলকে দোষারোপ করলেই প্রধানমন্ত্রীর ব্যর্থতা ঢাকা যাবে না'

লাদাখ সফরে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘লাদাখের মানুষ বলছেন, চিনা সেনা এখানে প্রবেশ করছে। এখানে উদ্বেগের বিষয় হল যে অবশ্যই চিন জমি কেড়ে নিয়েছে... লোকজন বলছে, চিনা সেনাবাহিনী ওই এলাকায় প্রবেশ করেছে।'

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
rahu mdi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করার জন্য বিজেপির সমালোচনা করলেন আরেক কংগ্রেস নেতা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gogoi) বলেছেন, "রাহুল গান্ধীকে দোষারোপ করে বিজেপি প্রধানমন্ত্রীর দুঃশাসন ও ব্যর্থতা আড়াল করতে পারবে না।“ গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘লাদাখের মানুষ বলছেন, চিনা সেনা এখানে প্রবেশ করছে। এখানে উদ্বেগের বিষয় হল যে অবশ্যই চিন জমি কেড়ে নিয়েছে... লোকজন বলছে, চিনা সেনাবাহিনী ওই এলাকায় প্রবেশ করেছে। মানুষের চারণভূমি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও কেড়ে নেওয়া হয়নি, কিন্তু এটা সত্য নয়, আপনি এখানে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন।‘ এদিকে রাহুলের এহেন মন্তব্যকে ঘিরে তীব্র জলঘোলা শুরু হয়। তাঁকে একের পর এক নজিরবিহীন ভাষায় আক্রমণ করতে থাকেন বিজেপির নেতা মন্ত্রীরা।