অমিত শাহ, ক্ষমা চাওয়া!

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Amit shah

নিজস্ব সংবাদদাতা:কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, "গতকাল রাজ্যসভায় অমিত শাহ যেভাবে ভীম রাও আম্বেদকরের নাম নিয়েছিলেন, তাতে বোঝা যায় বাবা সাহেবের প্রতি তাঁর কতটা শ্রদ্ধা...বিজেপি নেতারা যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, সত্য যা আমরা দেখেছি গতকালকে তা উপেক্ষা করা যায় না। তার কথার কারণে মানুষের মনে যে আঘাত লেগেছে তার জন্য ক্ষমা চাইলে ভালো হতো...এই ধরনের অহংকারী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশ পছন্দ করে না, তাই তার পদ থেকে পদত্যাগ করা উচিত"।