নিজস্ব সংবাদদাতা:কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং বলেছেন, "আমি গত তিনটি মহা কুম্ভে পবিত্র স্নানের জন্য আসছি। আমার কাছে এটা রাজনীতির বিষয় নয়, ভক্তির বিষয়... প্রতিটি রাস্তায় পার্কিং করার জায়গা হলে কোনো যানজট থাকত না... আমরা এখানে ভিআইপি হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে এসেছি... আমি সকলের শান্তি ও মঙ্গল কামনা করছি"।