হেমন্ত সোরেন মামলাঃ ইডি দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক কংগ্রেস সাংসদ

কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ রাতে ঝাড়খণ্ডের রাঁচিতে ইডি দফতর থেকে বেরিয়ে এলেন কংগ্রেস সাংসদ ধীরাজ সাহু। 

ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, "বিএমডব্লিউর কথা ছিল। এটাও কোনো ব্যাপার নয়। গাড়িটি প্রাক্তন মুখ্যমন্ত্রী (হেমন্ত সোরেন) এর নয়। এটা অন্য কারও মালিকানাধীন। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। এটা মিথ্যা। এটা আমার গাড়ি নয়।" 

ad11rain

aad

aad