NDA-তে পর্যাপ্ত নেই সংখ্যাগরিষ্ঠতা! নরেন্দ্র মোদীর পদত্যাগ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

আজ দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হতে চলেছে। সেই নিয়ে বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ ডিন কুরিয়াকোস।

author-image
Probha Rani Das
New Update
Dean Kuriakoseq2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন কংগ্রেস সাংসদ ডিন কুরিয়াকোস।

Dean Kuriakoseq1.jpg

তিনি বলেছেন, “সংসদীয় দল আজ একজন নেতা নির্বাচন করবে। আমরা আশা করছি রাহুল গান্ধী সংসদীয় দলের নেতা হবেন। এখন আমাদের কাছে ভালো নম্বর আছে। আমরা ভালো বিরোধী দল গঠন করব। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। বিজেপির বিরুদ্ধে জনাদেশ আছে, এটা খুবই সত্যি। ভারত এখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে। দেখা যাক কী হয়।

Dean Kuriakoseq3.jpg

এনডিএ-র সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, “তাদের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের সংখ্যা বেশি বলে দাবি করলেও মানুষ তা হতে দেয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে। তারাই এখন ক্ষমতা দখল করছে। কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার।” 

Add 1