নিজস্ব সংবাদদাতাঃ ওয়ানাডের ভূমিধসে মৃত্যু প্রসঙ্গে কংগ্রেস সাংসদ তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী বলেন, "বাবা মারা যাওয়ার পর আমার কেমন লেগেছিল, আজ আমি তা অনুভব করছি। এখানে মানুষ শুধু একজন বাবাকেই হারায়নি, পুরো পরিবারকে হারিয়েছে।
/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
এই মানুষগুলোর প্রতি আমাদের সবার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। গোটা দেশের নজর ওয়ানাডের দিকে।”
/anm-bengali/media/media_files/QwOPpIt4e4ffmuU8f7GF.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)