কংগ্রেসকে কটাক্ষ করে মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে স্মৃতি ইরানি

কংগ্রেসকে কটাক্ষ করে মধ্যপ্রদেশের জব্বলপুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখেন স্মৃতি ইরানি। তিনি রাজ্যবাসীকে ১৭ নভেম্বর রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
smriti irani edit .jpg

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে জব্বলপুর গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।  সেখানে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন।  কংগ্রেসের একাধিক সিদ্ধান্তকে কটাক্ষ করেন তিনি। জব্বলপুরের একটি জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, 'আমরা সম্প্রতি শুনেছি যে কংগ্রেস নাকি ক্ষমতায় এলে রাজ্যের  'লাডলি বেহনা যোজনা' বন্ধ করে দেবে। তাই কংগ্রেসের প্রতিনিধি যখন আপনাদের সামনে আসবেন, আপনারা এই বিষয়ে জিজ্ঞাসা করুন তাঁকে।  আমরা কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাই। সেই  কারণেই আমি এখানে ভাই ফোঁটার দিনে এসেছি এই  কথাগুলো আপনাদের জানতে।  মধ্যপ্রদেশে এই প্রকল্প কখনই বন্ধ করা উচিত নয়। তাই আপনারা ১৭  নভেম্বর ভোট কেন্দ্রে যাবেন এবং বিজেপিকে ভোট দিয়ে জয়ী করবেন।'