রাম মন্দির, জগৎ গুরু শঙ্করাচার্য, হিন্দুবিরোধী! বিস্ফোরক কংগ্রেস নেতা

রাম মন্দিরের অনুষ্ঠানে যাবে না কংগ্রেস, বিজেপি আক্রমণ করতেই বিস্ফোরক কংগ্রেস নেতা। নিলেন জগৎ গুরু শঙ্করাচার্যর নাম।

author-image
Anusmita Bhattacharya
New Update
ram-hanuman-wallpaper-640x480-800x600_20190485376.jpg

নিজস্ব সংবাদদাতা: মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী অযোধ্যায় রাম মন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। বিজেপি এর সমালোচনা করছে। এই নিয়ে কংগ্রেসের রাজ্য বিধানসভার সদস্য বি.কে. হরিপ্রসাদ দাবি করেন, 'এটা সঠিক সিদ্ধান্ত। কংগ্রেসের প্রত্যেক ব্যক্তি একে স্বাগত জানিয়েছেন কারণ এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা কোনো ধর্মীয় কর্মসূচি নয়, রাজনৈতিক কর্মসূচি। বিজেপি-আরএসএস-ভিএইচপির অনুষ্ঠানে যোগ না দেওয়া সঠিক সিদ্ধান্ত। জগৎ গুরু  শঙ্করাচার্য হিন্দু ধর্মের প্রধান। হিন্দু ধর্মের প্রধানরা যখন আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন, আপনি কি বলতে চান যে তারা হিন্দুবিরোধী জগদগুরু শঙ্করাচার্য, হিন্দুবিরোধী! বিস্ফোরক কংগ্রেস নেতা ?'