নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন, "বদলাপুরের ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে নেয়নি। বিক্ষোভ হয়েছে রাজ্যজুড়ে। স্বরাষ্ট্র বিভাগ এবং সরকার অভিযুক্তদের রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। আজকে যে ঘটনা ঘটেছে, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, আমার মনে হয় এতে কিছু ভুল আছে। মূল অভিযুক্তকে খুন করে বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত মানুষদের রক্ষা করার চেষ্টা হতে পারে। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।"
সূত্রে খবর, বাদলপুরের স্কুলে নিরীহ ছাত্রীদের শোষণের ঘটনায় ধৃত অভিযুক্ত অক্ষয় শিন্ডে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে গাড়িতে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশ আধিকারিকরাও আহত হন, পুলিশের পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান অক্ষয় শিন্ডে।