বিশ্বকাপে থাকলেন না কপিল দেব, চরম রাজনীতির শিকার!

বিশ্বকাপের ফাইনালে দেখা মিলল না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের। শুরু হয়েছে বিতর্ক।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
kapil deb.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভেঙে গেল ভারতীয় দলের বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন। ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। এই টুর্নামেন্টে ভারতীয় দল শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল এবং টানা ১০ টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল। কিন্তু শিরোপার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্ত পরাজয়ের মুখে পড়তে হল দলকে। এদিকে ফাইনাল ম্যাচের সময় বিশ্বকাপজয়ী সব অধিনায়ক জড়িত থাকলেও কপিল দেব (Kapil Dev) নাকি আমন্ত্রিতই ছিলেন না। নিয়ে এখন রাজনীতি শুরু হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে আমন্ত্রণ না জানানো নিয়ে মহারাষ্ট্রের বিরোধী দল ও কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার মহারাষ্ট্রের নাগপুরে বলেছেন, "এখন রাজনীতি সর্বত্র। ক্রিকেটকেই বা কীভাবে ছেড়ে দেওয়া যায়? সেখানেও রাজনীতি চলছে। তাই কপিল দেবজিকে আমন্ত্রণ জানানো হয়নি।“