নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, প্রধান বিরোধী দল কংগ্রেস ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস সাংসদরা উপস্থিত থাকবেন কিনা জানতে চাওয়া হলে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, "আমার সন্দেহ আছে।"
প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করায় কংগ্রেস ইতিমধ্যে তাদের প্রতিবাদ জানিয়েছে। তাঁদের দাবি, পার্লামেন্টের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নতুন ভবনের উদ্বোধন করতে হবে। রবিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, "রাষ্ট্রপতির উচিত নতুন সংসদ ভবন উদ্বোধন করা, প্রধানমন্ত্রীর নয়।"