পাইলটের পদযাত্রা, ব্যতিব্যস্ত Congress

রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রা শুরু করা শচীন পাইলটের (Sachin Pilot) চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল তৈরি করতে শুক্রবার কংগ্রেসের (Congress) রাজস্থান (Rajasthan) ইউনিটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।

author-image
Pritam Santra
New Update
congress ran.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রা শুরু করা শচীন পাইলটের (Sachin Pilot) চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল তৈরি করতে শুক্রবার কংগ্রেসের (Congress) রাজস্থান (Rajasthan) ইউনিটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। দলের গুরুদুয়ারা রকাবগঞ্জ রোড অফিসে এক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজস্থানের ইনচার্জ সুখজিন্দর সিং রান্ধাওয়া, রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, সহ দায়িত্বপ্রাপ্ত কাজী মুহাম্মদ নিজামুদ্দিন, অমৃতা ধাওয়ান এবং বীরেন্দ্র রাঠোর। বসুন্ধরা রাজের (Basundhara Raje) নেতৃত্বাধীন বিগত বিজেপি শাসন আমলে দুর্নীতি এবং সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তুলে ধরতে পাইলট বৃহস্পতিবার আজমির থেকে জয়পুর পর্যন্ত ১২৫ কিলোমিটার 'জন সংগ্রাম যাত্রা' শুরু করেন।