নিজস্ব সংবাদদাতাঃ কেরালা বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা ভি ডি সতীসান বলেন, "সিপিএমের ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনের ছাত্রদের উপর অত্যাচার করছে। সম্প্রতি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কেরালার প্রায় সব কলেজ ক্যাম্পাসেই এসএফআই নিয়ন্ত্রিত অন্ধকার ঘর রয়েছে। যাঁরা এসএফআই-এর বিরোধী বা অন্য কোনও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, তাঁদের অন্ধকার ঘরে এনে নির্যাতন করা হয়। কেরালায় দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই অপরাধীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।"