সারা দেশে বিজেপি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে! সামনে এল গভীর ষড়যন্ত্র

কংগ্রেস নেতা উদিত রাজ অভিযোগ করেন, ভোটারদের নাম কেটে দেওয়ার অবিলম্বে তদন্ত করা উচিত।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
congress leader udit raj


নিজস্ব সংবাদদাতা: আপ  সাংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস নেতা উদিত রাজ বলেছেন, "কেউ যদি তাদের নাম কাটার জন্য আবেদন করে থাকে তবে তদন্ত হওয়া উচিত। যদি তিনি নিজেই এটি করে থাকেন? এটিও সম্ভব।  যে বা যাঁরা এটি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এটাও সত্য যে সারা দেশে বিজেপি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। এটাও একটা সম্ভাবনা।"