'চিনকে ভয় পান প্রধানমন্ত্রী,' বিস্ফোরক দাবি এই দুঁদে রাজনৈতিক নেতার

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে বড় দাবি করেছেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, ভারতের বড় অংশের জমি কেড়ে নিয়েছে চিন। আর এসব কিছুর জন্যই প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন সাংসদ।

author-image
SWETA MITRA
New Update
modi ten.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে মন্তব্য পেশ করলেন কংগ্রেসের আরও এক দুঁদে নেতা। ইস্যু সেই চিন। কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj) জানান, ‘২০২০ সালের জুন মাসের পর প্রধানমন্ত্রী কখনও চিন নিয়ে কথা বলেননি, যদিও গোটা দেশ তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী মিথ্যে বলছেন যে চিন ভারতে প্রবেশ করেনি। তিনি চিনকে ভয় পান... রাহুল গান্ধী যা বলেছেন তা সত্য।‘