নিজস্ব সংবাদদাতাঃ নীতিশ কুমারের দলবদল নিয়ে কংগ্রেস নেতা টিএস সিং দেও বলেছেন, "অবশ্যই তিনি (নীতিশ কুমার) প্রতারণা করেছেন। তাঁর লক্ষ্য যদি মুখ্যমন্ত্রী থাকা এবং বিজেপির সঙ্গে কাজ করা হত, তাহলে তিনি আগেও তা করতে পারতেন, সংখ্যাটা আগেও ছিল। এখানে আসার উদ্দেশ্য ছিল তিনি মতাদর্শগতভাবে বিজেপির সঙ্গে একমত নন এবং জনস্বার্থে কাজ করে এমন একটি বিকল্প জনসাধারণকে দিতে চান, তবে মনে হচ্ছে তাঁর নিজের স্বার্থই সর্বোচ্চ।"