নিজস্ব সংবাদদাতাঃ এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধী বলেন, "আমাদের পরিবারের শিকড় এই ভূমির মাটির সঙ্গে যুক্ত। গঙ্গা মায়ের মতো বিশুদ্ধ এই সম্পর্কের সূচনা হয়েছিল আওয়াধ ও রায়বরেলির কৃষক আন্দোলনের মধ্য দিয়ে। ইন্দিরাজির হৃদয়ে রায়বরেলির জন্য একটি বিশেষ স্থান ছিল। আমি তাকে খুব কাছ থেকে কাজ করতে দেখেছি। ইন্দিরাজি এবং রায়বরেলির মানুষ আমাকে যে শিক্ষা দিয়েছিলেন, আমি রাহুল ও প্রিয়াঙ্কাকেও সেই শিক্ষা দিয়েছি। সকলকে সম্মান করুন, দুর্বলকে রক্ষা করুন, ন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন, পবিত্র হোন। আপনাদের ভালোবাসা আমাকে কখনও একা অনুভব করতে দেয়নি। আমার যা কিছু আছে সবই আপনাদের। আমি আমার ছেলেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন সেভাবেই তাকে মেনে নিতে হবে। রাহুল আপনাদের হতাশ করবে না।"