নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে রাম মন্দির (Ram Mandir) ইস্যু। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় 'প্রাণ প্রতিষ্ঠা'-অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা সলমান খুরশিদ (Salman Khurshid)। তিনি বলেন, 'আমন্ত্রণ কি শুধু একটি দলকেই দেওয়া হবে? কে পৌঁছাবে আর কে পারবে না সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। কিন্তু ঈশ্বর কি এখন একটি দলের মধ্যেই সীমাবদ্ধ? আমন্ত্রণ সবার জন্য হওয়া উচিৎ। এটাকে শুধু একটি দলের কর্মসূচিতে পরিণত করা হচ্ছে। এটি কি কোনও দলীয় প্রোগ্রাম বা কেবল মাত্র একজন ব্যক্তির সাথে সম্পর্কিত? সবাইকে আমন্ত্রণ জানানো উচিৎ ছিল।‘ শুনুন তাঁর বক্তব্য...