নিজস্ব সংবাদদাতা: : কৃষকদের আন্দোলন প্রসঙ্গে কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন, "গতবার কৃষকদের এমএসপি সংক্রান্ত আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তাঁরা অস্থির হয়ে পড়েছেন। কারণ নির্বাচন আসছে এবং কোনও গ্যারান্টি দেওয়া হয়নি তাঁদের। তাঁদের উপর ঋণের বোঝা বাড়ছে। মুদ্রাস্ফীতি বাড়ছে।এই কারণেই তাঁরা প্রতিবাদ করছেন।সরকারকে অবশ্যই এর সমাধান খুঁজে বের করতে হবে।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)