মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে ইডি! এ কী বললেন কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা রাশিদ আলভি বলেন, অরবিন্দ কেজরিওয়াল ইডির সমনে হাজিরা দিতেন তাহলে ভালো হতো। ইডিকে বিশ্বাস করা যায় না। ইডির সমন এড়িয়ে গেলে তারা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।

author-image
Tamalika Chakraborty
New Update
congress leader 111edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইডি সমনে হাজিরা এড়িয়ে যান। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখান কংগ্রেস নেতা রাশিদ আলভি। তিনি বলেন, "ইডিকে বিশ্বাস করা যায় না। তবে অরবিন্দ কেজরিওয়াল  ইডির সমনে হাজিরা দিতেন তাহলে ভালো হতো। দেশ দেখতে চেয়েছিল, ইডি তাঁদের সঙ্গে কী করতে পারে? যদি অরবিন্দ কেজরিওয়াল ইডির সামনে যান না, তাহলে এজেন্সি আদালত থেকে পরোয়ানা জারি করে তাঁকে গ্রেফতার করতে পারে।"