নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, "জনগণ আমাদের ইশতেহার পছন্দ করেছেন। আমাদের জোট উত্তরপ্রদেশে প্রত্যাশিত আসনের চেয়ে বেশি আসনে জিতবে। বিজেপি ৫০০ বা ৬০০ আসন বলতে পারে, কিন্তু বাস্তবটা ভিন্ন। জনগণ পরিবর্তন চান আমি আগেই বলেছি। দক্ষিণে সাফ, উত্তরে হাফ।" রাহুল গান্ধীর রায়বেরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, "রাহুল গান্ধী নির্বাচনে জয়ী হবেন। রায়বরেলি থেকে তাঁর প্রার্থিতা উত্তর ভারত ও উত্তর প্রদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কংগ্রেস দল এবং জোটের উপকার হবে।"