নিজস্ব সংবাদদাতা : নতুন সংসদ ভবনের উদ্বোধন ভারত সরকারের কাছে অত্যন্ত গর্বের হলেও অনুষ্ঠানে দেখা যায়নি দেশের প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেককেই। আর এ নিয়েই উঠছে প্রশ্ন। কেন বাদ দেওয়া হল তাদের? সম্প্রতি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ট্যুইটে এসসি-এসটির খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার জাতিগত বৈষম্যের দিকটি তুলে ধরে নিয়ে সুর চড়ালেন কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল। এক ট্যুইট বার্তায় তিনি দাবি করেন, '' বর্তমান রাষ্ট্রপতি- প্রাক্তন রাষ্ট্রপতিকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হল আরএসএসের উচ্চ বর্ণ, অনগ্রসর মানসিকতার পরিচয়। যেকারণে উচ্চ সাংবিধানিক পদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ওনারা।তাদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া এটাই দেখায় যে প্রধানমন্ত্রী মোদী তাদের নির্বাচনী রাজনীতির জন্য টোকেন হিসাবে ব্যবহার করবেন, কিন্তু তাদের এই ধরনের উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হতে দেবেন না।''