যতবার প্রয়োজন ততবার কৃষিঋণ মকুব করবে এই সরকার! প্রকল্পের নাম কী?জানুন

কৃষকদের ঋণ নিয়ে বড় প্রকল্প ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

author-image
Aniruddha Chakraborty
New Update
rahul ghkl2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লুধিয়ানায় এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, "ইন্ডিয়া জোট সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা কৃষকদের ঋণ মকুব করব, ঠিক যেমন তাঁরা (বিজেপি) কোটিপতিদের ঋণ মকুব করেছে। আমরা শুধু একবার কৃষকদের ঋণ মকুব করব না, আমরা এর জন্য একটি কমিশন গঠন করব এবং এর নাম দেব 'কিষান করজা মাফি আয়োগ'। কৃষকের যতবার প্রয়োজন ততবার আমরা কৃষিঋণ মকুব করব। আমরা সরকার গঠনের পর কৃষকদের বৈধ সহায়ক মূল্যের নিশ্চয়তা দেব।" 

।,ম্নভ

Add 1