নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার ভোটমুখী রাজ্য ছত্তিশগড়ে (Chhattisgarh) গিয়ে হাজির হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিকে রাজ্য সফরে এসেই বড় মন্তব্য করলেন সাংসদ। ছত্তিশগড়ের রায়পুরে দাঁড়িয়ে তিনি বলেন, "প্রতিটি নির্বাচনের আগে বিজেপি একটি সংখ্যা উপস্থাপন করে। তারা বলছে, তারা ২৩০টি আসন পাবে- ২৫০টি আসন। কিন্তু কর্ণাটকের প্রতিটি গরিব মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে।“
এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আরও বলেছেন, “ভারতের প্রধানমন্ত্রী আদানির বিষয়ে তদন্ত করতে পারেন না।“ উল্লেখ্য, চলতি বছরেই ছত্তিশগড়ে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। আর আসন্ন এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ২০২৩-এ জিতে ফের সরকার গঠনের চেষ্টা করছে কংগ্রেস।
রাহুল গান্ধী অতীতে বহুবার কলেজ পরিদর্শন করে ছাত্র ও যুবকদের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, এই জাতীয় প্রোগ্রামগুলি তরুণদের কাছ থেকে খুব ভাল সাড়া পেয়েছে দল। এই কারণেই ছত্তিশগড়েও রাহুল গান্ধীর 'যুব সংবাদ' কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের ভোটারদের নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছে কংগ্রেস। এই সংলাপের সময় রাহুল গান্ধী রাজ্যের ভূপেশ বাঘেল সরকারের উন্নয়ন মূলক প্রকল্প এবং সাফল্য সম্পর্কেও তথ্য দেবেন। ছত্তিশগড়ে তরুণ ভোটারের সংখ্যা প্রায় ৪৮ লক্ষ, যার মধ্যে ৪.৪৩ লক্ষ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের শেষের দিকে ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যে এখন ক্ষমতায় রয়েছে কংগ্রেস। আর আসন্ন এই ভোটে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলিও জোরকদমে রাজ্যে প্রচার চালাচ্ছে। বিজেপি কংগ্রেসকে শক্ত লড়াই দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। নির্বাচন কমিশন (ইসিআই) এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। কিন্তু রাজ্যের পারদ দিন দিন বাড়ছে।
রাজ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা দুটি প্রধান দলের মধ্যে। এই দুটি দল হল ক্ষমতাসীন কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি। এগুলি ছাড়াও, আম আদমি পার্টি (এএপি) ও রাজ্যের নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার লক্ষণ দেখাচ্ছে। এই প্রসঙ্গে কেজরিওয়াল রাজ্য সফরও করছেন। ২০২৩ সালের গোড়ার দিকে অনুষ্ঠিত কর্ণাটক নির্বাচনে জয়ের ফলে উত্সাহিত কংগ্রেস দল ছত্তিশগড়ে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। ছত্তিশগড় কংগ্রেস সভাপতি দীপক বাইজ জানিয়েছেন, প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং ৬ সেপ্টেম্বর ২৭ জন কংগ্রেস প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হতে পারে।
#WATCH | Chhattisgarh: Congress leader Rahul Gandhi in Raipur, "Before every election, BJP presents a number. They say they will get 230 seats-250 seats. But every poor person in Karnataka voted for Congress..." pic.twitter.com/NU7yxOmcxz
— ANI (@ANI) September 2, 2023
#WATCH | Raipur | Congress MP Rahul Gandhi says, "...India's PM can't make an inquiry on the Adani. Because after the inquiry the loss will not be for Adani but to someone else." pic.twitter.com/8y3fOklgTH
— ANI (@ANI) September 2, 2023