নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা হিমাচল প্রদেশে ১ জুন ভোটের আগে একটি জনসভায় ভাষণ দিলেন৷
ভাষণে নেত্রী বলেন, 'কংগ্রেস ৫৫ বছর ক্ষমতায় থাকলেও বিশ্বের সবচেয়ে ধনী দল হতে পারেনি। মাত্র ১০ বছরে, বিজেপি বিশ্বের সবচেয়ে ধনী দল হয়ে উঠেছে। এটা কিভাবে ঘটল? এত টাকা কোথা থেকে এল? এটা কার টাকা? একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিজেপি গত কয়েক বছরে ৬০০০০ কোটি টাকা খরচ করেছে। তখন তারা কংগ্রেসকে দুর্নীতিবাজ বলে। তারা ভগবানের নামে ভোট চায়। কোন বিধাতা বলবেন কাকে ভোট দেবেন? সমস্ত দেবতা, সাধক এবং মহান ব্যক্তিত্বরা একটি কথাই বলেছেন - সত্যের পথে চলো। হিমাচল প্রদেশের মানুষের তাকে চিনতে হবে যিনি সত্যের পথে হাঁটেন।'