নিজস্ব সংবাদদাতা: বিজেপির ইস্তেহার আজ প্রকাশ করা হয়েছে। তার ট্যাগলাইন দেওয়া হয়েছে 'মোদী কি গ্যারান্টি' আর নাম দেওয়া হয়েছে 'সংকল্প পত্র'।
এই নিয়ে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, 'অন্য কোনও প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে কেউ এটি নিয়ে কেবল হাসতে পারে। পিএম মোদি নিজেই বলেছেন প্রত্যেককে প্রায় ১৫ লাখ, ২ কোটি চাকরি দেওয়ার কথা কিন্তু বেকারত্ব বেড়েছে তিনগুণ, মুদ্রাস্ফীতি ৩৮ বছরের রেকর্ড ভেঙেছে। যদি এমন কেউ থাকে যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তা হল প্রধানমন্ত্রী মোদী। জিস আদমি কি খুদ গ্যারান্টি নাহি হ্যায় উসকি গ্যারান্টি কি কেয়া বাত হো। যারা গরিব, তাদের সাহায্য করতেই হবে, কংগ্রেস এ ব্যাপারে স্থির, কিন্তু গরীবের সংখ্যা কেন বাড়ল, তাতে কেউ দোষী হলে সেটা মোদীর সরকার'।