হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু! দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা! দাবি কংগ্রেস সাংসদের

কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি হাথরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনেরও বেশি মানুষের প্রাণ হারানো নিয়ে বিশেষ মন্তব্য করেছেন।

author-image
Probha Rani Das
New Update
pramod tiwariq.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি হাথরাসে পদপিষ্ট হয়ে ১২১ জনেরও বেশি মানুষের প্রাণ হারানো নিয়ে বিশেষ মন্তব্য করেছেন।

তিনি বলেন, "ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে এক কোটি টাকা করার দাবি উঠলেও তা মানা হয়নি। হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবিও উঠেছিল। তা করা হয়নি। এফআইআরে মূল অপরাধীর নাম নেই। দায়ী কে? দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।” 

pramod tiwarii th2.jpg

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল হাথরাসের পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিশন গঠন করেছেন। এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে এবং অন্য দুই সদস্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হেমন্ত রাও এবং ভবেশ কুমার সিং থাকবেন। 

Adddd