সাময়িক বিরতি, ৪ জুন থেকে ফের বিতর্কে অংশ নেবে কংগ্রেস পার্টি!

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
Congress Flag ১

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা পবন খেরা টুইটে জানিয়েছেন, "আসন্ন এক্সিট পোল বিতর্কে অংশ না নেওয়ার দলের সিদ্ধান্তের বিষয়ে আমাদের বিবৃতি: ভোটাররা তাদের ভোট দিয়েছেন এবং ভোটের ফলাফল মেশিনে লক করা হয়েছে।  ফল বেরোবে ৪ জুন। ভারতীয় জাতীয় কংগ্রেসের চোখে ফলাফল ঘোষণার আগে প্রকাশ্যে কোনো ধরনের জল্পনা কল্পনা করে টিআরপি খেলায় অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।  যে কোনও বিতর্কের উদ্দেশ্য থাকে দর্শকদের আলোকিত করা। কংগ্রেস পার্টি ৪ জুন থেকে আবার সানন্দে বিতর্কে অংশ নেবে।"

Add 1