চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা! কলকাতায় যা ঘটেছে তা হৃদয়বিদারক! দুঃখপ্রকাশ এই নেতার
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধর্ষণ হত্যা মামলা সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে বিশেষ মন্তব্য করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধর্ষণ হত্যা মামলা সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে বিশেষ মন্তব্য করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।
তিনি বলেছেন, “যখন এই জাতীয় ঘটনা ঘটে, তখন রাজনৈতিক দলগুলির দায়িত্ব হয়ে যায় যে তারা সমাজের জন্য কাজ করছে এবং যদি সমাজে এত ব্যথা, দুঃখ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে এই বিষয়টি উত্থাপন করা। কিন্তু কাঠুয়া, হাথরাস, উন্নাওয়ে ধর্ষকদের সমর্থন করতে দেখা গিয়েছে, এমন দলের এ নিয়ে কথা বলার অধিকার নেই বলেই মনে করি।
তবে চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। কলকাতায় যা ঘটেছে তা হৃদয়বিদারক। গতকাল উত্তরাখণ্ড থেকে এক নার্সের সঙ্গে যে ঘটনার রিপোর্ট এসেছিল, কলকাতার মতোই, সেই রিপোর্টও আমরা দেখলাম। উত্তরাখণ্ড হোক, বাংলাই হোক বা অন্য কোথাও, ডাক্তাররা যদি নিজেদের নিরাপদ মনে না করেন, তাহলে তাঁরা মানুষের সেবা করবেন কীভাবে? এ ক্ষেত্রে আমরা চিকিৎসকদের পাশে আছি।”
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's statement regarding RG Kar Medical College & Hospital rape-murder case, Congress leader Pawan Khera says, "When such an incident occurs, it becomes a responsibility of political parties to raise their voice over it because they are… pic.twitter.com/yVuZQINTQu