নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে দলীয় কার্যালয়ে কংগ্রেস নেতা পবন খেরা দাবি করলেন, 'আমরা আমাদের তারকা প্রচারকারী হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে মনে করি। তিনি বলতে থাকেন যে কংগ্রেস মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে। কিন্তু আপনাদের স্মরণ করে দিই যে ১৯৮৯ সালে যখন রাজ্যসভায় এই বিলের প্রস্তাব রাখেন রাজীব গান্ধী তখন বিরোধী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ি, লাল কৃষ্ণ আডবাণী, যশবন্ত সিং এর বিরোধিতা করেছিলেন। তখনই বিলটি পাশ হয়ে যেত। কিন্তু তাঁদের নেতারাই এর বিরুদ্ধে ছিলেন তখন'।