স্থগিত নিট পিজি পরীক্ষা, তরুণদের বিপক্ষে সরকার! বিস্ফোরক কংগ্রেস নেতা

এনইইটি পিজি পরীক্ষা স্থগিত করার বিষয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
congress leader pawan.JPG

file pic

নিজস্ব সংবাদদাতাঃ এনইইটি পিজি পরীক্ষা স্থগিত করার বিষয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "রবিবার যে নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা শনিবার রাতে স্থগিত করা হয়েছে। এই সরকার পরীক্ষা নিতে পারছে না। এই সরকার তরুণদের ওপর আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছে। যে শিক্ষামন্ত্রী ৪ দিন আগে এনটিএ-কে ক্লিনচিট দিচ্ছিলেন, তিনি এখন এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দিচ্ছেন। পরীক্ষার দায়িত্ব কার? কাকে বাঁচানো হচ্ছে? কবে হবে এই তদন্ত? এই সরকার কবে সঠিকভাবে পরীক্ষা করাতে পারবে? মানুষ এসব প্রশ্নের উত্তর পাচ্ছে না।" 

';।মন

Add 1