নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা মানিকম ঠাকুর বলেন, "সুষ্ঠু নির্বাচন হলে ওঁরা (বিজেপি) ১৮০ আসন অতিক্রম করতে পারবে না। বিজেপিকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং তাদের প্ল্যান বি হল প্রধানমন্ত্রী মোদীকে অবসর দেওয়া এবং অমিত শাহ কীভাবে ক্ষমতায় থাকাকালীন যে পাপ করেছেন তা থেকে নিজেকে রক্ষা করবেন। বিজেপি সবচেয়ে খারাপ পরাজয় পেতে চলেছে তাই প্রধানমন্ত্রী মোদী এই সব 'মাটন, মঙ্গলসূত্র' ধরণের কথা বলছেন। মোদীর ব্যালান্সে সমস্যা আছে। প্রধানমন্ত্রী মোদী স্মৃতিভ্রংশ সমস্যায় ভুগছেন এবং তিনি জনসমক্ষে কী বলেন তা বুঝতে তাঁর সমস্যা হচ্ছে।"