সাসপেন্ড ১০০-রও বেশি সাংসদ, কেন্দ্রকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন খাড়গে

কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে সংসদের ইতিহাসে। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ১৪১ জন সাংসদকে। এহেন ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
kharge.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলতি শীতকালীন অধিবেশনে সংসদ থেকে বরখাস্ত হওয়া সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১ জনে । আর এদিকে এই নিয়ে এবার গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘১৪১ জন সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কারণ তারা গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিবৃতি চেয়েছিলেন। জন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী, ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা কারী বিজেপি সাংসদ এখনও মুক্ত রয়েছেন এবং এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এটা কী ধরনের তদন্ত? সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? এখনই মাথা ওঠা উচিত ছিল। আপাতদৃষ্টিতে অনুপ্রবেশকারীরা কয়েক মাস ধরে এই পরিকল্পনা করছে, এই বিশাল গোয়েন্দা ব্যর্থতার জন্য কে দায়ী?  পার্লামেন্টের বহুস্তরবিশিষ্ট নিরাপত্তার মধ্যে, কীভাবে দু'জন অনুপ্রবেশকারী তাদের জুতোর মধ্যে হলুদ গ্যাসের ক্যানিস্টার লুকিয়ে ভবনে প্রবেশ করে এবং ভারতের গণতন্ত্রের গর্ভগৃহে প্রায় পৌঁছে গেল? প্রধানমন্ত্রী তার দল দেশে 'একদলীয় শাসন' প্রতিষ্ঠা করতে চায়। গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছে এই সরকার। বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করে তারা ঠিক এটাই করেছে।‘