বিজেপি…আদিবাসীদের ওপর নৃশংসতা! কী বললেন কংগ্রেস নেতা?

বিজেপি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা কমল নাথ।

author-image
Aniruddha Chakraborty
New Update
,mn

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ 'লাডলি বেহনা' প্রকল্প এবং মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায় সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ বলেন, "আমাদের বোনেরা বুদ্ধিমান। তারা বুঝতে পারবে যে বিজেপি ১৮ বছর পর তাদের স্মরণ করেছে। এই সবই একটা নির্বাচনী কৌশল এবং বোনেরা এটা বুঝতে পারছে। আমরা যা করেছি তার সাক্ষী আদিবাসীরা। আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি নৃশংসতা হয়েছে মধ্যপ্রদেশে।" 

জাতিভিত্তিক আদমশুমারি নিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ বলেন, "আমরা বহুদিন ধরেই বলে আসছি যে জাতিভিত্তিক আদমশুমারি হওয়া উচিত। প্রার্থীদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ঈমানের অভাব নেই।" 

hire