‘তিনবার শপথ… নেহরুর পর মোদীই একমাত্র ব্যক্তি নন’! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন কংগ্রেস নেতা

তৃতীয় মেয়াদে ফের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। সেই নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করে বিস্ফোরক টুইট করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা জরাম রমেশ টুইট করে বলেছেন, “নরেন্দ্র মোদীর নৈতিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পরাজয় যে জনাদেশে রুপোলি রেখা খোঁজার ঢাকঢোল পিটিয়ে তা শুরু হয়েছে। জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীই প্রথম জনাদেশ পেলেন বলে প্রচার করা হচ্ছে।

jairamnew

তিনি আরও বলেন, “একটি দলকে ২৪০টি আসনে নিয়ে যাওয়া এবং প্রধানমন্ত্রী হওয়া কীভাবে একটি জনাদেশ, তা ব্যাখ্যা করা হয়নি। অন্যদিকে নেহরু ১৯৫২ সালে ৩৬৪টি আসন, ১৯৫৭ সালে ৩৭১টি আসন এবং ১৯৬২ সালে ৩৬১টি আসন পেয়েছিলেন। তবুও তিনি একজন সম্পূর্ণ গণতান্ত্রিক ছিলেন, তার সার্বক্ষণিক উপস্থিতি দিয়ে খুব যত্ন সহকারে সংসদকে লালন করেছিলেন।

jairam ramshjk.jpg

জয়রাম রমেশ বলেছেন, “নেহরুর পর মোদীই একমাত্র ব্যক্তি নন যিনি পরপর তিনবার শপথ নিয়েছেন। ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিনবার শপথ নিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। আর ইন্দিরা গান্ধী ১৯৬৬, ১৯৬৭, ১৯৭১ এবং ১৯৮০ সালে চারবার শপথ নিয়েছিলেন। ২০২৪ সালে নরেন্দ্র মোদীর শোচনীয় নির্বাচনী পারফরম্যান্সকে ন্যায্যতা দেওয়ার জন্য ড্রামবিটাররা যে কোনও কিছু খুঁজবে।” 

Add 1