নীতিশ কুমার, বিশেষ রাজ্যের মর্যাদার দাবি! কি বললেন কংগ্রেস নেতা?

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update
NITISH KUMARD.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

তিনি টুইট করে বলেছেন, “বিহারের প্রবীণ মন্ত্রীরা এখন যুক্তি দেখাচ্ছেন যে নীতি আয়োগের সর্বশেষ বিশ্লেষণ রাজ্যকে কেন্দ্রীয় সহায়তার ক্ষেত্রে তাদের বিশেষ রাজ্যের মর্যাদার দাবিকে সমর্থন করে। মূলত, এর অর্থ দাঁড়ায় যে, এ ধরনের সহায়তার ৭০ শতাংশ ঋণ হিসেবে হওয়ার পরিবর্তে মাত্র ১০ শতাংশ হবে।” 

1689579819_jairam-ramesh-congress

জয়রাম রমেশ বলেন, “কিন্তু দলীয় সভায় প্রেস বিবৃতি দেওয়া এবং প্রস্তাব পাশ করানোর পরিবর্তে বিহারের মুখ্যমন্ত্রী এই দাবি নিয়ে কী করছেন? তিনি এ বিষয়ে কিছু না করেও কথা বলেছেন। তিনি এখন এটি সম্পন্ন করার মতো অবস্থানে রয়েছেন। তাকে আঘাত করতে হবে। একই অবস্থা অন্ধ্রের মুখ্যমন্ত্রীরও। 

Adddd