নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনে হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে কী ধরনের পরিবর্তন আসবে, এই প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকান। তিনি নার্ভাস। তিনি বেশি কথা বলেন না। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও মণিপুরে পৌঁছাননি তিনি। তিনি কৃষক, সংরক্ষণ বা জাতিভিত্তিক জনগণনার কথা বলেন না। দেখা যাক কী হয়। চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের উপর অনেক কিছু নির্ভর করছে। একটি বিষয় নিশ্চিত যে সংসদে ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী এবং লোকসভা ও রাজ্যসভায় আমাদের বিরোধী নেতারা আক্রমণাত্মকভাবে ইস্যুগুলো উত্থাপন করছেন, এতে কোনও সন্দেহ নেই যে সরকার নার্ভাস।"